কোন বোর্ড কত পেল?
আজ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে। গত বছর পাশের হার ছিল ৮০.৩৯ শতাংশ। এবছর তা বেড়ে হয়েছে ৮৩.০৪ শতাংশ। তবে এবার যশোর বোর্ড ৯২.৩২ শতাংশ পেয়ে সেরা হয়েছে। অন্যদিকে সিলেট বোর্ড ৭৩.৩৫ শতাংশ পেয়ে সবার শেষে অবস্থান করছে। পাশাপাশি এবার মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি। ছেলেদের পাশের হার ৮১.৫৭ শতাংশ। অন্যদিকে মেয়েদের পাশের হার ৮৪.৪৭ শতাংশ।
কোন বোর্ড কত পেল?
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৪:—
ঢাকা বোর্ড পেয়েছে : ৮৯.৩২%
চট্টগ্রাম বোর্ড পেয়েছে: ৮২.৮০%
কুমিল্লা বোর্ড পেয়েছে: ৭৯.৩০%
বরিশাল বোর্ড পেয়েছে: ৮৯.১৩%
দিনাজপুর বোর্ড পেয়েছে: ৭৮.০৪%
যশোর বোর্ড পেয়েছে: ৯২.৩২%
রাজশাহী বোর্ড পেয়েছে: ৮৯.২৫%
সিলেট বোর্ড পেয়েছে: ৭৩.৩৫%
ময়মনসিংহ বোর্ড পেয়েছে: ৮৪.৯৭%
মাদরাসা বোর্ড (দাখিল) পেয়েছে :৭৯.৬৬
কারিগরি শিক্ষা বোর্ড পেয়েছে:৭৮.৯২
রবিবার শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করেন।
এবার ১১ টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষার সংখ্যা ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল পরীক্ষা) অংশ নেয় মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন অংশগ্রহণ করেন