আজ সন্ধ্যার পর থেকে ইসকনের ওয়েবসাইট বন্ধ দেখা যাচ্ছে। iskconbd ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে তা সম্ভব হচ্ছে না। কেউ বলছে তাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে। আবার অনেকে বলছে তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। যদিও তাদের ওয়েবসাইট বন্ধের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য এখনো পাওয়া যায়নি।
ইতোমধ্যে সারাদেশে ইস্কনকে নিষিদ্ধের দাবি উঠেছে। চট্টগ্রামে সন্ত্রাসী কায়দায় এডভোকেট সাইফুলকে হত্যা করার পর দেশের আপামরসাধারণ মানুষ এ দাবি জানায়।
এছাড়াও ইসকন নিষিদ্ধের দাবিতে আদালতে একটি রিট করা হয়।
শুনানিকালে হাইকোর্টের এক বিচারক বলেছেন,
‘রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে, তাতে আমরা সন্তুষ্ট। এটা রাষ্ট্রের দায়িত্ব। তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, আদালতের আর কিছু করার নাই।’
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ থেকে এ মন্তব্য আসে।
এদিকে ইস্কন নিষিদ্ধের দাবিতে আগামিকাল বাইতুল মোকাররম ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম।