---Advertisement---

আনসারদের বিচারের আওতায় আনা হবে

On: Sunday, August 25, 2024 10:36 PM
---Advertisement---

আনসার সদস্যরা একটা কথা পরিস্কার শুনে রাখুন, আপনারা রাস্তাঘাট আটকে ঘেরাও কর্মসূচি দিয়ে ইতোমধ্যেই গনবিরোধী অবস্থান নিয়েছেন। এখন আবার ছাত্রদের ওপর আক্রমণাত্মক হয়ে তাদেরকে পিটিয়ে আহত করার যেই কাজটা আপনারা করছেন, এর মাধ্যমে নিজেদেরকে সরাসরি জনগণের বিপক্ষে শত্রু হিসাবে দাঁড় করিয়ে ফেলছেন। যাদের উস্কানীতে এগুলো করছেন, মনে রাখবেন এটা হবে আপনাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারা টাইপ কাজ। কার এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের এই অত্যন্ত ক্রান্তিকালে মাঠে নেমেছেন আপনারা?

মনে রাখবেন, দেশে বহু বেকার ছেলেমেয়ে আছে। আপনাদেরকে রিপ্লেস করে নতুনদের সেসব পজিশনে নিয়োগ দিতে বেশি সময় লাগবে না। আর ছাত্রদের ওপর আক্রমণ করার যে দুঃসাহস দেখাচ্ছেন, তার চূড়ান্ত পরিণতি কিন্তু ভালো হবে না মোটেই।

যতদ্রুত সুবুদ্ধির পরিচয় দিয়ে রাস্তা ছেড়ে নিজ নিজ জায়গায় চলে যাবেন এবং শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসাবে নিজ নিজ কাজ করতে শুরু করবেন, ততোই মঙ্গল। অন্যথায় যেই জনগণ স্বৈরাচার বিদায় করে দিয়েছে, তারা কিন্তু এই আনসারদেরকে বরদাস্ত করবে না কোনভাবেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---