---Advertisement---

২৬ তারিখ কি হবে? ২৬ তারিখ যেন রহস্যময়!

On: Wednesday, September 18, 2024 7:53 PM
২৬ তারিখ কি হবে
---Advertisement---

২৬ তারিখ কি হবে? সত্যিই কি সবাই ২৬ তারিখে মিলিয়নিয়ার হয়ে যাবে?
নাকি কোন দূর্ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আমরা? যতই দিন গড়াচ্ছে,ততই মানুষের মনের এ প্রশ্ন তীব্র থেকে তীব্র হচ্ছে। ২৬ শে সেপ্টেম্বর নিয়ে সাধারণ মানুষের কৌতুহল যেন শেষ হচ্ছে না! অনেকেই বিষয়টি নিয়ে শঙ্কিত। কেউ আবার তা নিয়ে ঠাট্টায় লিপ্ত।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,টুইটার,ইউটিউব,টেলিগ্রামসহ বিভিন্ন প্লাটফর্মে এ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে।
কেউই মূলতঃ বিষয়টি পরিষ্কারভাবে খোলাসা করছে না।
কেউ কেউ বলছে,২৬ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবে।
কেউ বলছে,২৬ তারিখে অনেকে ধনী হয়ে যাবে।
আসলে কী ঘটতে যাচ্ছে ২৬ তারিখে?

যতুটুকু জানা গেছে, ‘হামস্টার কমব্যাট’ গেমিং এ যারা এতদিন সময় দিয়ে কয়েন জমা করেছে। তারা এই কয়েন রূপান্তর করে ডলার(টাকায়) পরিনত করতে পারবে বলে জানিয়েছে গেমসটির প্রধান। তবে এটা আদৌ সম্ভব কিনা তার নির্ভরযোগ্য কোন প্রমাণ নেই। কারণ এতদিনে এই প্লাটফর্মটি প্রায় ৩০০ মিলিয়ন মানুষ ব্যবহার করছে। এত মানুষকে টাকা দেয়া তাদের পক্ষে সম্ভব হবে কিনা,তা নিয়েও প্রশ্ন থেকে যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---