আসমানী কিতাব যাবুর শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামীন হযরত দাউদ আঃ এর উপর ওহী অবতীর্ণ করেন,যে দুনিয়াতে কোন ব্যক্তি বুদ্ধিমান? মানুষের মধ্যে কোন গুণগুলো দেখলে বোঝা যাবে ঐ ব্যক্তি সবচাইতে বেশি বুদ্ধিমান? এমন ৩টি গুণ আল্লাহ রাব্বুল আলামীন বর্ণনা করে ওহী অবতীর্ণ করেন,
সেই ৩টি গুণের মধ্যে নম্বর এক হচ্ছে,যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগীকে নেক আমলের মাধ্যমে সাজায়। যে ব্যক্তি নেক আমল দ্বারা আখেরাত প্রস্তুত করে আখিরাতের পাথেয় সংগ্রহ করে ঐ ব্যক্তিই হচ্ছে দুনিয়ার জমিনে সবচাইতে বেশি বুদ্ধিমান! সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।
নম্বর দুই হচ্ছে,দুনিয়ার জমিনে ঐ ব্যক্তি হচ্ছে সবচাইতে বেশি বুদ্ধিমান,যে ব্যক্তি দুনিয়ার বুকে যতটুকু তার প্রয়োজন ততটুকু সে জীবিকা অর্জন করে! তার অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি বিন্দু পরিমাণ লোভ লালসা রাখেনা বরং যতটুকু প্রয়োজন ততটুকু জীবিকা অর্জন করে। বাকি সময়টুকু আল্লাহ রাব্বুল আলামীনের ইবাদতের মধ্যে মশগুল থাকে। ঐ ব্যক্তিই হচ্ছে দুনিয়ার জমিনে সবচাইতে বেশি বুদ্ধিমান! সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।
নম্বর তিন হচ্ছে,ঐ ব্যক্তিই হচ্ছে দুনিয়ার জমিনে সবচাইতে বেশি বুদ্ধিমান যে ব্যক্তি হালাল পন্থায় বৈধ উপায়ে নিজের চাহিদাগুলোকে পূরণ করে। নিজের চাহিদা পূরণের জন্য কখনো অবৈধ পন্থা বেছে নেয় না ঐ ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনে সবচাইতে বেশি বুদ্ধিমান! সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।
এজন্য আমরা যদি দুনিয়ার জমিনে সবচাইতে বেশি বুদ্ধিমান হতে চাই তাহলে অবশ্যই আমাদের এই ৩টি গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রত্যেককে এই ৩টি গুণ অর্জন করার তৌফিক দান করুন আমীন।