এই ফিতনার জামানায় যারা হকের উপর অটল থাকতে চান তারা বেশি বেশি এই দোয়া পাঠ করুন,
اَللّٰهُمَّ اَرِنَا الْحَقَّ حَقًّا وَّارْزُقْنَا اتِّبَاعَهٗ، وَاَرِنَا الْبَاطِلَ بَاطِلًا وَّارْزُقْنَا اجْتِنَابَهٗ আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারজুকনাত্তিবায়াহু ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারজুকনাজতিনাবাহু।
হে আল্লাহ হে আমার মালিক আপনি হককে সত্যকে সত্য হিসেবে দেখান এবং তা অনুসরণ করার তৌফিক দান করুন এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করার তৌফিক দান করুন এবং তা বর্জন করার তৌফিক দান করুন, সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। কি চমৎকার দোয়া!
এ ছাড়াও কঠিন ফিতনা থেকে বাঁচতে বেশি বেশি ফিতনা থেকে বাঁচার এই দোয়া পাঠ করুন,
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
ওগো মালিক আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। তাদের পথপ্রদর্শন করুন যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথে নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে। তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট হয়েছে।
সুতরাং যদি কোন বান্দা ফিতনা থেকে বাঁচতে চায় আর বেশি বেশি এই দোয়া পাঠ করে। এই দুইটি দোয়া যদি কেউ পাঠ করে তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঐ ব্যক্তিদেরকে অবশ্যই ফিতনা থেকে হেফাজত করবেন এবং তাদেরকে সরল সঠিক পথে প্রদর্শন করবেন।