২৪ ঘন্টার আল্টিমেটাম শেষ হওয়ার পূর্বেই কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজু ও ভাস্কর্যের পাদদেশে জমায়েত হয় এবং গতকালকের প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়।
পরবর্তীতে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে এগিয়ে আসতে থাকে। ভিসি পেরিয়ে সূর্যসেন হলের দিকে আসতে থাকলে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী মিছিলের অগ্রভাগের দিকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। ফলে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ প্রতিরোধে এগিয়ে আসে।
আন্দোলনকারীরা লাঠি নিয়ে ধাওয়া করলে ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন হলে ঢুকে পড়ে। এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া না গেলেও তীব্র উত্তেজনা বিরাজ করছে। সূর্যসেন হল জিয়া হল ৭১ হল সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েছে। এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আছে ঢাবি। তবে কিছুক্ষণ পরপর ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে প্রবল উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগের হামলা