গতবছরের তুলনায় চলতি বছরে বিভিন্ন মসলার দাম বেড়েছে ৬০ শতাংশেরও বেশি। গত বছর এসময়েও যে মসলা ছিল ১৬০০ থেকে ২৪০০ টাকা পর্যন্ত। সে মসলা এখন বাজারে ৪ হাজার ২০০ টাকায় কিনতে হচ্ছে।
মসলার পাইকারি ও খুচরা ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায় যে,এলাচির দাম দু-মাসের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। এর ব্যাখ্যায় আমদানিকারকরা বলে,বিদেশে এলাচির দাম বেড়েছে। তাছাড়া ডলারের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমাদানি করতে হচ্ছে বেশি দামে।
এলাচির পাশাপাশি জিরা,দারচিনি-তেজপাতা,লবঙ্গ ইত্যাদির দামও তুলনামূলক বেড়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন,আমদানি করা মসলা কয়েক হাত বদলের কারণে মসলার বাজার চড়া থাকে।
এছাড়াও একশ্রেণির মজুতদার অধিক মুনাফার লোভে সিন্ডিকেট করে বাজার গরম করে রাখছে।
সরকার যদি এদিকে কঠোর নজর দেয়।তাহলে মসলার বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তারা।
সাধারণ মানুষ বলছে,কুরবানির সময় মসলার চাহিদা বাড়ায় সিন্ডিকেট করে এবার মসলাকে টার্গেট করা হয়েছে। তারা আরো বলেন; দীর্ঘদিন যাবত বাংলাদেশে পণ্য টার্গেট করে সিন্ডিকেট করা হচ্ছে।যখন মানুষের যে পণ্যটা প্রয়োজন। আকস্মিক সে পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। সাধারণ জনগণকে জিম্মি করে কারা ফায়দা লুটতে চায়? বিষয়টি খতিয়ে দেখা উচিত এবং দ্রুত পদক্ষেপ নেয়া উচিৎ বলে জানান তারা।