ঐ সকল মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবেনা আল্লাহর জান্নাতের সুঘ্রানও পাবে না যেই সকল মহিলারা কেবল সাজসজ্জা করে অন্য পুরুষদেরকে আকর্ষিত করার জন্য! যেই সকল মহিলারা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে অন্য মানুষদেরকে আকর্ষিত করার জন্য! নাউজুবিল্লাহ।
এ সম্পর্কে মুসলিম শরীফের ২১২৮ নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাঃ পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন
ونساء كاسيات عاريات مائلات مميلات
ঐ সকল উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীরা যারা নিজেদের চলাফেরা সাজসজ্জা পোশাক আশাক পরিধান করে কেবল অন্য মানুষের মনোযোগ পাবার জন্য এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য
رؤوسهن كأسنمة البخت المائلة لا
তারা তাদের চুলের খোপাগুলো উটের কুচের ন্যায় করে এবং এক পাশে তারা চুলগুলোকে ঝুলিয়ে রাখে চুল দ্বারা মানুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন পন্থা তারা অবলম্বন করে এ সকল নারীদের ব্যাপারে আল্লাহর রাসূল সাঃ বলেন,
لا يدخلن الجنة ولا يجدن ريحها،
তারাতো জান্নাত যাবেই না বরং তারা জান্নাতের সুঘ্রানও পাবেনা!
وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا
অথচ জান্নাতের সুঘ্রান অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে পাওয়া যাবে! কিন্তু এ সকল নারীরা জান্নাতে সুঘ্রানও পাবে না! নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা কি খতরনাক কথা!
অথচ আমরা আজকে এমনভাবে চলাফেরা করছি যেন মানুষের মনোযোগ কেবল আমার দিকেই থাকে!
আমার স্ত্রীকে সুন্দর সুন্দর পোশাক কিনে দিচ্ছি! সাজসজ্জার জন্য সুন্দর দামী দামী মেকআপ কিনে দিচ্ছি! যেন সুন্দরভাবে সেজে মানুষকে আকৃষ্ট করতে পারে মানুষ যেন বলতে পারে আমার স্ত্রী অত্যন্ত সুন্দর! আমার কন্যাকে আমার বোনকে দামী দামী সুন্দর সুন্দর পোশাক কিনে দিচ্ছি মেকআপ কিনে দিচ্ছি আকর্ষণীয় টাইট ফিট বোরকা কিনে দিচ্ছি যেন মানুষের সামনে তারা নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে!
অথচ আল্লাহর রাসূল সাঃ কি ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন এই সকল মানুষেরা এই সকল নারীরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা বরং জান্নাতে সুঘ্রানও পাবেনা! নাউজুবিল্লাহ। এজন্য আজকে আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত প্রত্যেক মহিলাদের সতর্ক হওয়া উচিত পুরুষের সতর্ক হওয়া উচিত যেন কোনভাবে আমাদের দ্বারা পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন না হয়! আল্লাহ রব্বুল আলামীন আমাদের প্রত্যেককে হেফাজত করুন আমীন।